Wednesday, August 3, 2011
কিছু দিন আগে এক ছোট ভাই একটা গ্রামীনফোন এর মডেম এনে বললো ভাইয়া এতে অন্য সিম ব্যবহার করা যাবে না। আমি বললাম কেন যাবে না। মডেম টি নিয়ে অন্য সিম লাগিয়ে দেখি অনলক কোড চাই সেটা ক্যান্সিল করে ইন্টারনেট প্রোফাইল বদল করে দিলাম। কিন্তু নেটওয়ার্ক আসে না। এখন তো মাহা বিপদ ইজ্জত পাংচার প্রায়। ওকে বললাম পরে এসে নিয়ে যেতে। যা হোক নেট কানেক্ট করে গুগল মামারে জিগানো শুরু করলাম কেমনে আনলক করবো। একটা সহজ সমাধান পেলাম Huawi মডেম এর জন্য যা আপনাদের সাথে শেয়ার করছি।

১। প্রথমে নিচের লিংক থেকে সফট টি নামিয়ে নিন।

সফট এর লিংক

২। মডেম টির পেছন থেকে একটা কাগজে imei নম্বর টি লিখে নিন


৩। সফট ওপেন করুন connection ট্যাব থেকে বামের Huawei ট্যাবে যান।



৪। নিচের ঘরে imei নম্বর টি সঠিক ভাব লিখুন।


৫। calculate code বাটনে ক্লিক করুন।


এখন আপনি একটি এই ধরনর আনলক কোড ও ফ্লাস কোড পাবেন।


Unlock Code : 54247945


Flash Code : 34630784


এই কোড imei অনুসারে আলাদা হয়।


এখন আপনার মডেম আন্য সিম লাগালে যখন আনলক কোড চাবে তখন আনলক কোডটি দিয়ে ওকে করলে কাজ শেষ। আপনার গ্রামীনফোন মডেম আনলক হয়ে গেল। এখন আপনি এতে যে কোন সিম ব্যবহার করতে পারবেন।
Wednesday, June 16, 2010
যারা ইন্টরনেট ব্যবহার করি তারা সকলে ওয়েব পেজ সেভ করে থাকি।কিন্তু আমাদের সেভ করা পেজে বিভিন্ন ছবি থাকে যা সেভ করার সময়ে একটি ফোল্ডার আকারে সেভ হয়। ঐ ফোল্ডার এর সাথে একটি HTML ফাইল সেভ হয়ে থাকে। এখন যদি HTML ফাইল মুছে যায় তাহলে তো কথায় নাই। তাছাড়া যদি ঐ ফাইল গুলো একটি স্থানে রাখি তাহলে আমাদের যতগুলো HTML ফাইল ততগুলো ফোল্ডার এবং তার ভেতরে হাজার হাজার ফাইল।তার থেকে ভাল হয় যদি আমরা HTML ফাইল গুলিকে CHM ফাইলে রুপান্ত করে রাখি। CHM ফাইলে রুপান্তর করলে কোন ফোল্ডার থাকে না পিডিএফ এর মতো সব কিছু একটি ফাইলে এমবেডেড হয়ে যায়। এই ফাইল উইন্ডোজ এবং লিনাক্স এ সহজে ওপেন হয়। আর আপনি এ কাজটি সহজে করতে পারেন htm2chm নামক সফটওয়্যারটি দিয়ে।


ভাইরাসের কারনে আনেক সময় আমাদের অনেক ফাইল সুপার হিডেন হয়ে যায় ।যা দেখা যায় না এমন সময় হিডেন ফাইল খুললেও কোন কাজ হয় না। এ সময় কমান্ড এর মাধ্যমে ফাইলের হিডেন খোলা যায়। কিন্তু অনেক নতুন ব্যবহার কারী হয়তো কমান্ড এর ব্যবহার সহজে করতে পারবে না বা পারে না।তাদের জন্য আমার এ অল্প কথার ছোট্ট টিউন।


এ সফটির বিষয়ে বলার কিছু নাই।খুবই সহজ ইন্টারফেস যা যে কেউ সহজে অপারেট করতে পারবে।আর না পারলে আওয়াজ দিয়েন আমি তো আছি।

আমরা অনেকে পিসি তে অনেক আইকন ব্যবহার করি।আবার অনেক সময় মনে হয় যদি নিজের মতো করে আইকন তৈরি করে সেট করতে পারতাম তাহলে ভালোই হতো । এ রকম আমার সাথেও হতো যখন নতুন ব্যবহার করতাম। তাই আপনাদের জন্য আজ একটি সফটওয়্যর নিয়ে এলাম যে টার মাধ্যমে ধর ছাড় পদ্ধতিতে আইকন তৈরি করা যায়।


imge2icon


এবার আপনাদের আইকন বানাবার পদ্ধতি বলি । প্রথমে যে ছবিটিকে আইকন বানাবেন সেটি কে ধরে Imageicon এর উপর ছেড়ে দিন। হয়ে গেল আইকন।
আমরা প্রায় সব উইন্ডোজ ব্যবহার কারী সেন্ড টু মেনুর সাথে পরিচিত।এর উপকারীতার ব্যাপারে আর বিস্তারিত বলার প্রয়োজন নাই।এখন যদি আমরা চাই সেন্ড টু নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি।এর জন্য আমরা দুই ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারি একটা ম্যানুয়াল ভাবে আর একটা সফট এর মাধ্যমে। ম্যানুয়াল ভাবে করার পদ্ধতি অনেক বার আলোচনা করা হয়েছে। এখন কি ভাবে সফট দিয়ে করা যায়।



উপরের সফট টি সেটাপ দেবার পর সেন্ড টু মেনু কনফিগার করার একটি মেনু আসবে উপরের ছবিরমতো অথবা আপনি পরে এটা করে নিতে পারেন প্রোগ্রাম মেনু ভিতরের আইকনে ক্লিক করে।এর ব্যবহার খুবই সহজ তাই আর লিখে উপন্যাস করতে চাইছি না। আর না পারলে আওয়াজ দিয়েন। মুই তো আছি।