Wednesday, June 16, 2010
আমরা অনেকে পিসি তে অনেক আইকন ব্যবহার করি।আবার অনেক সময় মনে হয় যদি নিজের মতো করে আইকন তৈরি করে সেট করতে পারতাম তাহলে ভালোই হতো । এ রকম আমার সাথেও হতো যখন নতুন ব্যবহার করতাম। তাই আপনাদের জন্য আজ একটি সফটওয়্যর নিয়ে এলাম যে টার মাধ্যমে ধর ছাড় পদ্ধতিতে আইকন তৈরি করা যায়।


imge2icon


এবার আপনাদের আইকন বানাবার পদ্ধতি বলি । প্রথমে যে ছবিটিকে আইকন বানাবেন সেটি কে ধরে Imageicon এর উপর ছেড়ে দিন। হয়ে গেল আইকন।

0 comments: