Wednesday, June 16, 2010
যারা ইন্টরনেট ব্যবহার করি তারা সকলে ওয়েব পেজ সেভ করে থাকি।কিন্তু আমাদের সেভ করা পেজে বিভিন্ন ছবি থাকে যা সেভ করার সময়ে একটি ফোল্ডার আকারে সেভ হয়। ঐ ফোল্ডার এর সাথে একটি HTML ফাইল সেভ হয়ে থাকে। এখন যদি HTML ফাইল মুছে যায় তাহলে তো কথায় নাই। তাছাড়া যদি ঐ ফাইল গুলো একটি স্থানে রাখি তাহলে আমাদের যতগুলো HTML ফাইল ততগুলো ফোল্ডার এবং তার ভেতরে হাজার হাজার ফাইল।তার থেকে ভাল হয় যদি আমরা HTML ফাইল গুলিকে CHM ফাইলে রুপান্ত করে রাখি। CHM ফাইলে রুপান্তর করলে কোন ফোল্ডার থাকে না পিডিএফ এর মতো সব কিছু একটি ফাইলে এমবেডেড হয়ে যায়। এই ফাইল উইন্ডোজ এবং লিনাক্স এ সহজে ওপেন হয়। আর আপনি এ কাজটি সহজে করতে পারেন htm2chm নামক সফটওয়্যারটি দিয়ে।


0 comments: